ধনী-গরীব সবার জীবনে অর্থনৈতিক সমস্যা লেগেই থাকে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু কার্যকর পদক্ষেপ নিয়ে দেখত পারেন।অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পেতে করনীয়ঃ
১/ বাজেট তৈরি করুন : আপনার আয় এবং ব্যয়ের একটি পরিষ্কার ছক তৈরি করুন। মাসিক একটি বাজেট পরিকল্পনা করুন।
২/ শ্রেণীবদ্ধ করুন: আপনার সমস্ত খরচগুলি শ্রেণীবদ্ধ করুন। প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় খরচ গুলো আলাদা করুন।
৩/ ঋণ ব্যবস্থাপনা : যদি ঋণ থেকে থাকে, তাহলে সেগুলো শোধ করার সূক্ষ্ম পরিকল্পনা করুন। উচ্চ সুদের ঋণ আগে শোধ করবার চেষ্টা করুন।সুদে ঋণ না নিয়ে চেষ্টা করুন আপনজন কারো কাছ থেকে কর্জ নিয়ে তা যথা সময়ে ফেরত দেবার। কথা ও কাজে মিল থাকলে যে কেউ কর্জ দেবে।
৪/ আয় বাড়ান : অতিরিক্ত কাজ অথবা ফ্রিল্যান্স প্রকল্পের মাধ্যমে আয় বাড়ানোর চেষ্টা করুন।
৫/ সঞ্চয় শুরু করুন : চেষ্টা করুন সঞ্চয়ের জন্য কিছু টাকা আলাদা করে রাখতে। দেখবেন তা ভবিষ্যতে জরুরি অবস্থায় কাজে লাগবে।
৬/ অর্থনৈতিক শিক্ষা : অর্থনৈতিক বিষয়ে বেশি বেশি জানার চেষ্টা করুন, বই পড়ুন ও অনলাইন কোর্সে সমূহে অংশগ্রহণ করুন।
৭/ পরামর্শ নিন : অর্থনৈতিক পরামর্শদাতা বা বিশেষজ্ঞ কারো সঙ্গে পরামর্শ করুন।
৮/ স্বাস্থ্যকর জীবনযাপন : নিজের ও পরিবারের প্রতি যত্নশীল হন। স্বাস্থ্য ভালো রাখুন, দেখবেন চিকিৎসার খরচ কমে যাবে।
এগুলো অনুসরণ করে দেখুন অবশ্যই আপনার অর্থনৈতিক সমস্যার সমাধান হতে পারে।
গ্রন্থনা – তোয়াহা চৌধুরী