সিলেটের গোলাপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে উপজেলা স্বেচ্ছসেবক লীগ নেতা ও তার ভাই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার ভোর (১৭ ডিসেম্বর) ৪টার দিকে উপজেলার পৌর এলাকার টিকরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-পৌর এলাকার টিকরবাড়ি গ্রামের মৃত তবারক আলীর ছেলে হোসাইন আহমদ (৩৫) ও তার ভাই নাঈম আহমদ (২৫)। তাদের মধ্যে হোসাইন আহমদ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও তার ভাই নাইম আহমদ ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।
সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে গোলাপগঞ্জ গ্যাস ফিল্ড আর্মি ক্যাম্পের একদল সেনাবাহিনী ও গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ যৌথ অভিযানে চালিয়ে আসামিদের তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা, ৫টি ভুয়া পাসপোর্ট, একাধিক ব্যাংকের ৫টি এটিএম কার্ড, ৬ টি মোবাইল ফোন ও আনুমানিক ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া টাকা তাদের পরিবারের নিকট ফেরত দেওয়া হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি নাইমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া হোসাইনের বিরুদ্ধেও হামলায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।
আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি কার্যক্রম শেষে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করে সেনাবাহিনী।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আসামিদের আজ মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।'
বাংলা জাগরণ ডট কম / সেলিম
সম্পাদক ও প্রকাশক : মোঃ হুমায়ূন রহমান বাপ্পী, মুঠোফোন নং : ০১৭১১০১৯১৭৮, ০১৭১৭৫৩২২৫৩, ০১৮১৩৭২৫৫১৮ , Email: humayun_bappy@hotmail.com, any query News Room Email: admin@banglajagoron.com
All rights reserved © 2024 বাংলা জাগরণ