এ,বি,এম নূরুল হকঃ মৌলভীবাজারের জুড়ীত হাজী ইনজাদ আলী স্মৃতি পরিষদের উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার (৫ডিসেম্বর) বিকেল ৩টায় স্থানীয় হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে এক আন্তর্জাতিক ক্বিরাত সন্মেলন ও নাশিদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে আন্তর্জাতিক স্বনামধন্য ৫জন ক্বারী ক্বেরাত পড়বেন। উনারা হলেন-শায়খ ক্বারী ঈদি শাবান(তানজানিয়া), শায়খ ড,ক্বারী সালাহ মুহাম্মাদ সুলাইমান (মিশর),শায়খ ক্বারী মুহাম্মাদ ছামাদ আব্দুল হামিদ (মিশর),শায়খ ক্বারী আহমেদ হিজা(আফ্রিকা, শায়খ ক্বারী আব্বাস উদ্দিন( বাংলাদেশ)। নাশিদ গাইবেন- কবি মুজাহিদুল ইসলাম বুলবুল,শালিন আহমদ,ফয়েজ আহমদ শাহরুখ, আবু উবায়দা,আবির হাসান ও সায়নান সায়েম। উক্ত ক্বিরাত সন্মেলন ও নাশিদ মাহফিলকে প্রাণবন্ত করতে আপনাদের উপস্থিতি ও দোয়া একান্তভাবে কামনা করছি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হুমায়ূন রহমান বাপ্পী, মুঠোফোন নং : ০১৭১১০১৯১৭৮, ০১৭১৭৫৩২২৫৩, ০১৮১৩৭২৫৫১৮ , Email: humayun_bappy@hotmail.com, any query News Room Email: admin@banglajagoron.com
All rights reserved © 2024 বাংলা জাগরণ