মোহাম্মদ আলী:: জুড়ী উপজেলা বাংলাদেশ জামাতে ইসলামী ৫ নং জাফরনগর ইউনিয়ন ০৭নং ওয়ার্ড(কামিনীগঞ্জ বাজার) শাখার ২০২৫-২৬ সনের ইকবাল আহমদ সভাপতি,আরিফুল আলম সেক্রেটারি ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে জুড়ী বড় মসজিদ রোডের হাফিজ নুরুদ্দিন ভিলায় ৬ ডিসেম্বর ২০২৪ ইং শুক্রবার বাদ মাগরিব,মাওলানা শামসুল ইসলামের সভাপতিত্বে আরিফুল আলমের সঞ্চালনায় জামাতে ইসলামী বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য মৌলভীবাজার (জুড়ী-বড়লেখা) আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম বলেন আমরা মনে প্রাণে চাই যেন এই বাংলাদেশে আর কোন জুলুমের আবির্ভাব না হয় এই দেশে যাতে সত্যিকার অর্থে কোরআন ভিত্তিক সমাজ কায়েম হয় সেই জন্য আমরা সকল ধর্মকে চিন্তার ঊর্ধ্বে উঠে এখানে কোন দল আগামীতে এমপি হবে কোন প্রার্থী এমপি হবে এসব চিন্তা বাদ দিয়ে আমরা যে বিজয় পেয়েছি এ বিজয় কে আমরা মঞ্জিলের দিকে নিয়ে যেতে চাই,বাংলাদেশ স্বাধীনতার ৫৩ বছরে এত সম্ভাবনা আমরা দেখি নাই জোট সরকারের আমলে ইসলামী ছাত্রশিবিরের কার্যকারী পরিষদে আমার তিন বছর তাকার সুযোগ হয়েছে সেই সময়ে জাতীয় সংসদে আমাদের প্রতিনিধি ছিলেন দুইজন মন্ত্রী ও ছিলেন সেই সময় এভাবে বাধাহীন চিত্তে আমরা এত প্রোগ্রাম এবং মানুষের এত উচ্ছ্বাস ভালোবাসা আমরা পাইনি,বক্তব্য রাখেন জুড়ী উপজেলা জামাতে আমির হাজী আব্দুল হাই হেলাল,সাবেক আমির হাফিজ নাজমুল ইসলাম,মাওলানা আব্দুল কাদির,এড শাখাওয়াত হোসেন,মাওলানা শামসুল ইসলাম,আবুস সাত্তার,আব্দুল মন্নান,আব্দুল গফুর,হাফীজ নুরুদ্দিন,মোহাম্মদ আলী,জুবেল উদ্দিন,বাবুল আহমদ,আসাদ উদ্দিন,মতিউর রহমান,মোঃ ইমামুল হক,তারেক আহমদ,ইকবাল আহমদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হুমায়ূন রহমান বাপ্পী, মুঠোফোন নং : ০১৭১১০১৯১৭৮, ০১৭১৭৫৩২২৫৩, ০১৮১৩৭২৫৫১৮ , Email: humayun_bappy@hotmail.com, any query News Room Email: admin@banglajagoron.com
All rights reserved © 2024 বাংলা জাগরণ