এ,বি,এম নূরুল হকঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী জুড়ী উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রোকনদের ভোটে ২০২৫-২৬সেশনের কমিটিতে আব্দুল হাই হেলাল আমীর নির্বাচিত হন। শুরা ও কর্মপরিষদের পরামর্শক্রমে পূনরায় সেক্রেটারি মনোনীত হয়েছেন মোঃ আজিম উদ্দিন।
বৃহস্পতিবার (১৪নভেম্বর) উপজেলা সদরের স্থানীয় একটি মিলনায়তনে উপজেলা আমীর আব্দুল হাই হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত মজলিশে সুরা ও কর্মপরিষদের সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা নায়েবে আমীর মাওঃ আব্দুর রহমান।১২সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন,সহকারী সেক্রেটারি যথাক্রমে মোঃলোকমান হোসাইন,আব্দুল্লাহ আল মামুন, বায়তুলমাল সম্পাদক অধ্যাপক মাওঃ আব্দুল কাদির, অফিস সম্পাদক লুৎফর রহমান আজাদী,পেশাজীবি বিভাগ সম্পাদক মোস্তাকিম আলী,শিল্প ও বানিজ্য বিভাগ সম্পাদক এডঃ শাখাওয়াত হোসাইন, মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম এবং মজলিশে সুরা সদস্য মাওঃ নজরুল ইসলাম, আব্দুল মুকিত,আব্দুস সাত্তার। নব নির্বাচিত উপজেলা আমীর আব্দুল হাই হেলাল এর আগে উপজেলা নায়েবে আমীর এবং সেক্রেটারি ছিলেন।পূনরায় মনোনীত উপজেলা সেক্রেটারি মোঃ আজিম উদ্দিন এর আগে বাংলাদেশ ছাত্রশিবির মৌলভীবাজার জেলা এবং শহর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হুমায়ূন রহমান বাপ্পী, মুঠোফোন নং : ০১৭১১০১৯১৭৮, ০১৭১৭৫৩২২৫৩, ০১৮১৩৭২৫৫১৮ , Email: humayun_bappy@hotmail.com, any query News Room Email: admin@banglajagoron.com
All rights reserved © 2024 বাংলা জাগরণ