মোঃ আলমগীর, জামালপুর থেকেঃ জামালপুরের দেওয়ানগঞ্জে নদীতে ডুবে নিখোঁজ শিশু ইয়াসিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলার ঝালরচর এলাকার জিঞ্জিরাম নদীতে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে তার লাশটি উদ্ধার করে। এর আগে বৃহস্পতিবার বিকেলে মায়ের সাথে বেরিয়ে নিখোঁজ হয় শিশু ইয়াসিন। ইয়াসিন ওই গ্রামের ছাহামত আলীর ছেলে। পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শিশু ইয়াসিন মায়ের সাথে নদী তীরবর্তী বেগুন খেতে যায়। মা খেতের পরিচর্যার কাজে ব্যস্থ থাকার কোন এক সময়ে শিশু ইয়াসিন খেতের পাশে জিঞ্জিরাম নদীতে পরে যায়। বিষয়টি টের পেয়ে মা চিৎকার চেচামেচি করলে স্থানীয়রা জড়ো হন এবং বিষয়টি দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসকে জানায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল আনুমানিক ৩টা থেকে সারে ৫ টা পর্যন্ত প্রায় আড়াই ঘন্টা অভিযান পরিচালনা করে শিশুটিকে উদ্ধার করতে পারেনি। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, গতকাল বৃহস্পতিবার অসতর্কতাবশত শিশুটি নদীতে পরে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযানে শিশুটিকে উদ্ধার করা যায়নি আজ মরদেহ ভেসে উঠলে স্থানীয়দের খবরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হুমায়ূন রহমান বাপ্পী, মুঠোফোন নং : ০১৭১১০১৯১৭৮, ০১৭১৭৫৩২২৫৩, ০১৮১৩৭২৫৫১৮ , Email: humayun_bappy@hotmail.com, any query News Room Email: admin@banglajagoron.com
All rights reserved © 2024 বাংলা জাগরণ