এ,বি,এম নূরুল হক, স্টাফ রিপোর্টারঃ হাকালুকি হাওরে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ ধরা পড়লে সম্প্রতি দেখা মিলছেনা দেশীয় প্রজাতির রানী মাছের। মাছটি অনেকটা বিলুপ্তি হতে চলেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় সূত্র জানায়, আষাঢ় মাসের মাঝামাঝি সময় থেকে কার্তিক মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত হাকালুকি হাওর ও আশপাশের বিভিন্ন জলাশয়ে অন্যান্য দেশীয় মাছের সাথে রানী মাছ ধরা পড়ত।কিন্তু কয়েক বছর ধরে এ মাছের খুব একটা দেখা মিলছেনা। এ বছর অন্যান্য বছরের চেয়ে রানী মাছ একেবারেই কম পাওয়া যাচ্ছে। সরেজমিনে হাকালুকি হাওরে জেলেদের সাথে কথা হলে, তারা জানান,আগামীতে এপ্রজাতির মাছ একেবারেই না পাওয়ারই সম্ভাবনা রয়েছে। এ জাতীয় মাছের বংশ বিস্তার বা রক্ষায় মৎস্য বিভাগের কোনো উদ্যোগ নেই।যার ফলে,হাকালুকি হাওর, বিল,জলাশয়ের সুস্বাদু দেশীয় প্রজাতির রানী মাছ বিলুপ্তি হওয়ার পথে। জুড়ী উপজেলা মৎস্য অফিসার মনিরুজ্জামান খান জানান,হাকালুকি হাওরসহ বিভিন্ন বিল ও জলাশয় থেকে ২৩ জাতের দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে।ওই জাতীয় মাছের বংশ রক্ষায় কোনো পদক্ষেপই গ্রহন না করায় নতুন প্রজন্মের অনেকেই ওইসব মাছ সম্পর্কে পরিচিত হতে পারছেনা।তার একটি রানী মাছ।এ সুস্বাদু রানী মাছ জুড়ীসহ বৃহত্তর সিলেটের মানুষের কাছে বেশ পরিচিত। খেতে সুস্বাদু হওয়ায় অনেকে বেশী দামে এ মাছ ক্রয় করতে আগ্রহী।স্থানীয় জেলেরা রানী মাছ রক্ষা ও বংশ বিস্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হুমায়ূন রহমান বাপ্পী, মুঠোফোন নং : ০১৭১১০১৯১৭৮, ০১৭১৭৫৩২২৫৩, ০১৮১৩৭২৫৫১৮ , Email: humayun_bappy@hotmail.com, any query News Room Email: admin@banglajagoron.com
All rights reserved © 2024 বাংলা জাগরণ