জালালুর রহমান:: ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাময়াতে ইসলাম জুড়ী উপজেলার সদর জায়ফর নগর ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং ইউনিয়ন কার্যালয় উদ্বোধনের আয়োজন করা হয়েছে। সোমবার (১৬ডিসেম্বর) বিকেলে জায়ফর নগর ইউনিয়ন কার্যালয়ে অত্র শাখা সভাপতি এডভোকেট শাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুস সাত্তারের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াত কর্ম পরিষদ সদস্য, মৌলভীবাজার -১ (জুড়ী-বড়লেখা) আসন জাময়াত মনোনিত প্রার্থী মাওঃ আমিনুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা জাময়াত সাবেক সভাপতি হাফেজ মাওঃ নজমুল ইসলাম, জায়ফর নগর সাবেক সভাপতি, অধ্যাপক মাওঃ আব্দুল কাদির প্রমূখ। পরে প্রধান অতিথি ফিতা কাটার মাধ্যমে জায়ফর নগর জাময়াত কার্যালয় উদ্বোধন করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হুমায়ূন রহমান বাপ্পী, মুঠোফোন নং : ০১৭১১০১৯১৭৮, ০১৭১৭৫৩২২৫৩, ০১৮১৩৭২৫৫১৮ , Email: humayun_bappy@hotmail.com, any query News Room Email: admin@banglajagoron.com
All rights reserved © 2024 বাংলা জাগরণ