এ.বি. এম নূরুল হক, স্টাফ রিপোর্টার: জুড়ীতে একটি মার্কেটে আগুন লেগে ১টি দোকান, ১টি গোদাম, ৪টি বসবাসের কক্ষ পুড়ে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৬ অক্টোবর) রাত আনুমানিক ১ ঘটিকার সময় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও কন্টিনালা সংলগ্ন মৃত হাসন আলীর পুত্র খলিলুর রহমানের মার্কেটে ঘটেছে। এলাকাবাসি ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ওই রাতে জুড়ী কামিনিগঞ্জ বাজারের ব্যবসায়ী খলিলুর রহমানের মার্কেটে আগুন লেগে একই গ্রামের ছায়েব আলীর মোদির দোকান, জাকির হোসেনের খাদ্য গোদাম (কয়েল,চানাচুর, বিস্কুট, চিপস্, ড্রিংসসহ বিভিন্ন পন্যেসহ) ৪টি ভাড়াটিয়ার কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। মার্কেটে আগুন দেখে আশ-পাশের লোকজন ছুটে এসে আগুন নেখভানোর কাজে লেগে পড়ে। খবর পেয়ে জুড়ী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট বিলম্বে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসির সহযোগিতায় দীর্ঘ ৪ঘন্টা আপ্রান চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন। তাতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষীত হয়েছে বলে ব্যবসায়ী ও ভাড়াটিয়া পরিবাররা জানান। রাতই জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সুত্রধর, জুড়ী থানার অফিসার ইনচার্জ মোর্সেদুল আলম ভূঁইয়ার নেতৃত্রে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যবসায়ীদের খোজখবর নেন এবং তাদের শান্তনা প্রদান করেন। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হুমায়ূন রহমান বাপ্পী, মুঠোফোন নং : ০১৭১১০১৯১৭৮, ০১৭১৭৫৩২২৫৩, ০১৮১৩৭২৫৫১৮ , Email: humayun_bappy@hotmail.com, any query News Room Email: admin@banglajagoron.com
All rights reserved © 2024 বাংলা জাগরণ