নিজস্ব প্রতিবেদক :: রেমিটেন্স যোদ্ধাদের অর্থায়নে ও কুলাউড়ার ঠিকানা ফাউন্ডেশনের আয়োজনে ২৭ জন শারিরীক প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) বিকেলে কুলাউড়া পৌরসভা মিলনায়তনে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রকিবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন।
অনুষ্ঠানে সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মেহেদী হাসান খালিকের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লংলা আধুনিক ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, ঠিকানা ফাউন্ডেশনের অর্থ সচিব মোঃ হাবিবুর রহমান, প্রেসক্লাব কুলাউড়ার প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক জনবানীর ষ্টাফ রিপোর্টার স্বপন কুমার দেব , বর্তমান সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, সিনিয়র সহ সভাপতি ময়নুল হক পবন, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, সাংবাদিক আলাউদ্দিন কবির ও এ কে এম জাবের, ব্যবসায়ী আব্দুল হাকিম নভেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শামীম আহমদ, নাহিদ, লিংকন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন বলেন, প্রতিবন্ধীদের শুধুমাত্র প্রতিবন্ধী ভাবলেই চলবে না। তাদের সমাজের মূল ধারার সাথে যত বেশি সম্পৃক্ত করা যাবে তারা ততোই পরিবার ও সমাজে বোঝা হিসাবে থাকবে না। সরকারের পাশাপাশি বেসরকারী সংস্থা ও প্রবাসীরা সমাজের কল্যাণকর কাজে এভাবে এগিয়ে আসলে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী উপকৃত হবে।
তিনি আরও বলেন কুলাউড়ার প্রবাসীরা এলাকাবাসী দুঃসময়ে যেভাবে পাশে দাঁড়ান তার নজির দেশের অনেক স্থানেই দেখা যায় না। এজন্য প্রবাসী ভাইদের প্রশাসনের পক্ষ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এভাবে রেমিটেন্স যোদ্ধাদের সহায়তায় দেশের অসহায় জনগোষ্ঠীর কল্যান করা সহজ হবে। তিনি সাংবাদকর্মীদের দৃষ্টি আকর্ষন করে বলেন, আপনারা সংবাদ মাধ্যমে প্রচার করবেন সরকার সমাজ সেবা সংস্থার মাধ্যমে প্রতিটি প্রতিবন্ধীদের নানাভাবে সহায়তা করে যাচ্ছে। সবাই অন লাইনে আবেদন করে এই সহায়তা পেতে পারেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হুমায়ূন রহমান বাপ্পী, মুঠোফোন নং : ০১৭১১০১৯১৭৮, ০১৭১৭৫৩২২৫৩, ০১৮১৩৭২৫৫১৮ , Email: humayun_bappy@hotmail.com, any query News Room Email: admin@banglajagoron.com
All rights reserved © 2024 বাংলা জাগরণ