প্রখ্যাত বাংলা থিয়েটার ব্যক্তিত্ব ও অভিনেত্রী শাঁওলী মিত্রের মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতি সমবেদনা প্রকাশ করে মমতা বলেন, শাঁওলী মিত্র তার খুবই ঘনিষ্ঠ ছিলেন। ‘সিঙ্গুর এবং নন্দীগ্রাম আন্দোলনের সময়, তিনি আমাদের সাথে ছিলেন। আমি যখন রেলমন্ত্রী ছিলাম, তখন তিনি আমার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন। তিনি বঙ্গবিভূষণ এবং দীনবন্ধু পুরস্কারে ভূষিত হয়েছিলেন। শাঁওলীদির অভিনয়ের একটি স্বতন্ত্র শৈলী ছিল এবং “নাথবতী অনাথবৎ” -এ অভিনয়ের একটি নতুন শৈলী দর্শকদের সামনে তুলে ধরেছিলেন। তার স্পষ্ট উচ্চারণ ও অভিব্যক্তি সর্বদা দর্শকদের আকৃষ্ট করেছিল।’
আসলে শুধু পশ্চিমবাংলারই নয়, দুই বাংলার অসংখ্য থিয়েটার ও সাংস্কৃতিক কর্মীরা তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। বাংলা থিয়েটার আইকন শম্ভু মিত্র এবং তৃপ্তি মিত্রের কন্যা, শাঁওলী মিত্র ১৬ জানুয়ারি বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ৭৩ বছর বয়সে মারা যান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হুমায়ূন রহমান বাপ্পী, মুঠোফোন নং : ০১৭১১০১৯১৭৮, ০১৭১৭৫৩২২৫৩, ০১৮১৩৭২৫৫১৮ , Email: humayun_bappy@hotmail.com, any query News Room Email: admin@banglajagoron.com
All rights reserved © 2024 বাংলা জাগরণ