এ,বি,এম নূরুল হক:: মৌলভীবাজারের জুড়ীতে হাজী ইনজাদ আলী স্মৃতি পরিষদের আয়োজনে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও নাশিদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গোয়ালবাড়ী ইউনিয়নের হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে কয়েক হাজার জনতার উপস্থিতি ঘটে। এতে দেশি-বিদেশি কারিদের তেলাওয়াত ও দেশের শিল্পীরা নাশিদ পরিবেশন করেন। বলা
বাহুল্য, হাজী ইনজাদ আলী স্মৃতি পরিষদ প্রতি বছর ক্বিরাত সন্মেলন ও নাশিদ মাহফিলের আয়োজন করে। ঐতিহ্যবাহী এই সম্মেলনকে কেন্দ্র করে গোয়ালবাড়ী ইউনিয়ন ও জুড়ী উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করে। সম্মেলনে উপস্থিত হন জুড়ী, বড়লেখাসহ মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকার মানুষ। ক্বিরাত সম্মেলনে দর্শকদের আকর্ষণে ছিলেন তানজানিয়ার শায়খ ক্বারী ঈদী শাবান। ঈদী শাবানের তেলাওয়াত মুগ্ধ হয়ে শোনেন দর্শকরা। হৃদয় বিগলিত কুরআন তেলাওয়াত শুনে আপ্লুত হয়ে পড়েন সবাই।এ ছাড়াও সন্মেলনে তেলাওয়াত করেন মিশরের ক্বারী শায়খ ড,সালাহ মুহাম্মাদ সোলাইমান, ক্বারী শায়খ মুহাম্মাদ ছানাদ আব্দুল হামিদ,আফ্রিকার ক্বারী শায়খ আহমেদ হিজা ও বাংলাদেশের ক্বারী শায়খ আব্বাস উদ্দিন সম্মেলনে নাশিদ পরিবেশন করেন কবি মুজাহিদ বুলবুল, ফয়েজ আহমদ শাহরুখ, আবির হাসান ও সায়নান সায়েম।ক্বিরাত সম্মেলনে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরশেদুল আলম ভূঁইয়া, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম ও বরুনা মাদরাসার নায়েবে মুহতামিম ও আঞ্জুমানে হেফাজতের নায়েবে আমির নুরে আলম হামিদী।
সম্পাদক ও প্রকাশক : মোঃ হুমায়ূন রহমান বাপ্পী, মুঠোফোন নং : ০১৭১১০১৯১৭৮, ০১৭১৭৫৩২২৫৩, ০১৮১৩৭২৫৫১৮ , Email: humayun_bappy@hotmail.com, any query News Room Email: admin@banglajagoron.com
All rights reserved © 2024 বাংলা জাগরণ