মৌলভীবাজার প্রতিনিধি: ডায়াবেটিস সুস্থতাই হউক আমাদের অঙ্গীকার, এই প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার সকালে “১৪ ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস” পালিত হয়েছে। নির্ধারিত কর্মসূচি উপলক্ষে মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফ্রি ডায়াবেটিস রোগ নির্ণয় সেবা প্রদান ও গণসচেতনতা বৃদ্ধির জন্য বর্ণাঢ্য আয়োজনে র্যলী অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির সভাপতি ডাক্তার এম এ আহাদ, সহ-সভাপতি দেলোয়ার হোসেন বাচ্চু, সুরাইয়া বেগম চৌধুরী, যুগ্ম-সম্পাদক নুরুল ইসলাম কামরান, কোষাধ্যক্ষ ইউসুফ আলী, সদস্য প্রফেসর সৈয়দ ফয়জুল্লাহ, ডাক্তার দিলশাদ পারভীন চৌধুরী, সৈয়দ মুনিম আহমেদ রিমন, ইফতেখার আহমেদ, নিয়াজ রহমান শফিক, কমলগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, আহাদুর রহমান সাগর প্রমুখ।