এ,বি,এম নূরুল হকঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাছিরপুরে কাতার প্রবাসী আল আমিনের অর্থায়নে বিনামূল্যে ফ্রি মেডিকেল সেবাসহ ব্লাড ক্যাম্পেইন ও ওষুধ বিতরণ করেছে পশ্চিম বাছিরপুর প্রবাসী ও যুব উন্নয়ন সংস্থা। শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত পশ্চিম বাছিরপুর প্রবাসী ও যুব উন্নয়ন সংস্থার স্থানীয় কার্যালয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্প সেবা ডা: অসিত দেবনাথ ও ডা: আবু সালেহ নাঈমের তত্ত্বাবধানে পরিচালনা করা হয়। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি লোকেশ চন্দ্র বিশ্বাস এর সঞ্চালনায় চিকিৎসা সেবায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩নং পশ্চিম জুড়ী ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন পশ্চিম বাছিরপুর প্রবাসী ও যুব উন্নয়ন সংস্থার সভাপতি জাহাঙ্গীর হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন কাতারের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সমাজসেবক আজিজ মিয়া, ডা: ইয়াকুব আলী, সমাজসেবক হেলাল উদ্দিন, জুড়ী উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্সের সহ সাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ প্রমুখ। ফ্রি মেডিকেল ও ব্লাড ক্যাম্পেইন ও ওষুধ প্রদান অনুষ্ঠানে পশ্চিম বাছিরপুর প্রবাসী ও যুব উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন। আয়োজিত চিকিৎসা ক্যাম্পে নারী, শিশু, পুরুষসহ প্রায় কয়েকশত রোগীকে ফ্রি চিকিৎসা সেবা গ্রহন করেন।